প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং হেনস্তকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলোর নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানিয়েছেন তারা।
বুধবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্থকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আয়োজিত বিভিন্ন সাংবাদিক সংগঠনগুলোর যুগপথ আন্দোলন ও মানববন্ধন থেকে এসব দাবি ও হুঁশিয়ারি জানানো হয়।
মানববন্ধনে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের অর্থ সম্পাদক মাসুদুল হক বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করা হয়েছে। যার ফলে তিনি আজ কারাগারে। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। যারা অন্যায়ভাবে তাকে হেনস্ত করেছে তাদের আমরা শাস্তির দাবি জানাই। এছাড়া যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেটিতে আমরা আশ্বস্ত নই। আমরা চাই অন্য মন্ত্রণালয়ের নিরপেক্ষ অফিসার দ্বারা তদন্ত কমিটি গঠন করা হোক।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বলেন, আমাদের বোন, সহকর্মী রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চাই। আমরা আশা করব আগামী বৃহস্পতিবার আদালত যে জামিনের শুনানি করবে, সেই শুনানিতে আমাদের বোন মুক্ত হবে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে, নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আগামীতে আলোচনার ভিত্তিতে আমরা কি করবো, আপনারা কি করবেন সম্মিলিতভাবে সেই নির্দেশনা দিব। সে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে বলছি।
মানববন্ধনে অন্যান্যরা বলেন, ১৭ মে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য সচিবের পিএস এর রুমে প্রায় ৫ ঘন্টা আটকে রেখে নির্যাতন করা হয়েছে। যা আইনের চরম লংঘন। মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তার মারমুখী আচরণ গণমাধ্যমের কণ্ঠরোধের প্রকৃত প্রতিচ্ছবি। সাংবাদিক রোজিনার প্রতি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আচরণ ব্যক্তিগত আক্রোশের বর্হিপ্রকাশ। একের পর এক তাদের দুর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় তারা বেসামাল হয়ে পড়েছেন। ঘটনার দিন সিনিয়র সাংবাদিকরা বার বার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করলেও তারা কর্নপাত করেন নাই। যে সকল দুর্নীতির রিপোর্ট বন্ধ করার জন্য রোজিনা ইসলামকে হেনস্থ করা হয়েছে, সেটা কখনোই বন্ধ হবে না। বরং আমরা আরও সরকারের সকল দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা-কর্মচারীর মুখোশ উন্মোচন করবো।
যৌথভাবে আয়োজিত মানববন্ধনটি অংশগ্রহণ করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম; ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন; রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা; বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন, ব্রডকাস্ট জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ সেক্রেটারিয়েট,
বাংলাদেশ অনলাইন সাংবাদিক পরিষদের সংবাদকর্মীরা। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মুক্তির দাবিতে বিবৃতি
সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তি দাবি করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। একইসাথে সংগঠনটি নির্যাতনমূলক এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দায়েরকৃত মামলার নিঃশর্ত প্রত্যাহার দাবি করেছে।
এদিকে রোজিনা ইসলামের মুক্তি ও নির্যাতনের বিচার দাবি এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশ-এটিজেএফবি’র। সংগঠনটির সভাপতি সাধারণ সম্পাদকের যৌথ বিবৃতিতে বলেছেন, সম্প্রতি স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় প্রতিহিংসা পরায়ণ হয়ে পরিকল্পিতভাবে রোজিনাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।