ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ নিউজিল্যান্ডে যাচ্ছে বাংলাদেশ দল। করোনাকালে প্রথম বিদেশ সফরে ক্রিকেটার-স্টাফ মিলিয়ে বহর ৩৫ সদস্যের। কোয়ারেন্টিন পর্বে ফিটনেস সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মেডিক্যাল টিম।
পরিবর্তিত প্রেক্ষাপট আর বৈরি কন্ডিশনের সাথে মানিয়ে সিরিজে ভালো করার প্রত্যয় তাসকিনের।এ যেন উৎসব, মুক্তির আনন্দ। দীর্ঘ এক বছর পর বিদেশ সফরে যাচ্ছে টাইগাররা।মঙ্গলবার বিকেলেই উঠতে হবে নিউজিল্যান্ডের বিমানে। আগের দুপুরটা তাই একটু বেশী রঙিন ক্রিকেটারদের।
উইন্ডিজের বিপক্ষে মিলেছে অম্লমধুর অভিজ্ঞতা। এবার অ্যাওয়ে সিরিজে আরো বড় পরীক্ষা। সে কারণে উড়াল দেওয়ার আগে বসতে হয়েছে আলোচনাতেও। যেখানে ছিলেন বোর্ড প্রধানের পাশে ছিলেন গুরুত্বপূর্ণ পরিচালকেরাও। নিউজিল্যান্ড সফরে সবাই তাকিয়ে পেসারদের দিকে। সেই আশার প্রতিদান দিতে চান পেসার তাসকিন।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন,বায়োবাবল, করোনা প্রোটোকল সম্পর্কে ধারনা থাকলেও নিউজিল্যান্ডের কড়া নিয়ম নীতি মেনে চলা বড় চ্যালেঞ্জ। কি করতে হবে, কিভাবে নিজেকে ফিট রাখতে হব, বিসিবি মেডিকেল টিম তা জানিয়ে দিয়েছে ক্রিকেটারদের।
নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর এপ্রিলে শ্রীলঙ্কা সফর। পাইপলাইনে একাধিক সিরিজ নিশ্চিত হয়ে আছে। অনেকটা আগের অবস্থাতে ফিরতে শুরু করেছে এফ/ টি/পি। বিসিবিও দ্রুততম সময়ের মধ্যে মিডিয়া ও টিম স্পনসর চূড়ান্ত করে ফেলতে চাইছে।
মঙ্গলবার বিকালে ৩৫ সদস্যের বাংলাদেশ দল উড়াল দেবে নিউজিল্যান্ডের পথে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।