বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের সুস্থ্যতা কামনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি করোনার টিকা নিয়ে নানা সময়ে নানা কথা বলেছে। বিএনপি করোনার টিকা নিয়ে ভেংচি কেটেছিল। এখন তারা টিকা নিচ্ছে, আমি তাদের সাধুবাদ জানাই।
আজ সোমবার ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপির ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের’ নিন্দা ও প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।
ড. হাছান বলেন, বিএনপি প্রথমে বলেছিল করোনার টিকা আসবে না। তারপর বলেছিলো এই টিকায় কাজ হবে না। আমরা বললাম আপনারা চাইলে প্রথমে টিকা দিব, তখন বললেন এই করোনার টিকা দিয়ে আমাদের (বিএনপি) মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত কথা বললেন, এখন তারা সে টিকাও নিচ্ছেন। তাদের সাধুবাদ জানাই। বিরোধী দল সুস্থ সবল থাকুক চাই। আমাদের বিরোধিতা করুক, আমরা সুন্দরভাবে সরকার পরিচালনা করি।
তথ্যমন্ত্রী বলেন, যাদের জন্ম ক্যান্টনমেন্টের ভেতরে, তারা আবার গণতন্ত্রের কথা বলে। তাদের যারা এখন কথা বলে, সব দলছুট নেতা। বিএনপির নেতারা অন্য দল করতেন। জিয়াউর রহমানের বিলিয়ে দেয়া ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করতে বিএনপিতে এসেছে। বিএনপি নেতারা হচ্ছে রাজনীতির কাক।
এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন রুহুল এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোর্শেদ কামাল, মহিউদ্দিন আহমেদ মহি, দপ্তর সম্পাদক রিয়াজুদ্দিন রিয়াজ, সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, উপ-দপ্তর সম্পাদক আরিফুর রহমান রাসেল, কার্যনির্বাহী সদস্য রাকিব হাসান সোহেল।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।