বাংলাদেশে বর্তমানে ৩ লাখ ২৮ হাজার ভূমিহীন ও দুই লাখ ২৬ হাজার গৃহহীন মানুষ। তাদের সবাইকে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার জন্য দুর্যোগ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরই ধারাবাহিকতায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি,এম, রুহুল আমিন রিমন ও সহকারী কমিশনার ভুমি ফারাশিদ বিন এনামের সার্বিক তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের ২য় পর্যায়ে ৫০ টি পরিবারকে পুর্নবাসনের লক্ষে শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের খাস জমি চিহ্নিতকরণ কার্যক্রম পরিচালনা করা হয় ১ ফেব্রুয়ারী ২০২১ ইং- এ সময় প্রায় ১ একর ২০ শতাংশ খাস জমি চিহ্নিত করা হয় । জমি চিহ্নিত করণ এ কাজে সার্বিক সহায়তা প্রদান করেন শিবালয় সহকারী কমিশনার (ভূমি) ফারশিদ বিন এনাম।এবিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার বি এম রুহুল আমিন রিমন উন্নয়নের পথে মানিকগঞ্জ কে বলেন” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার কাজ চলছে এবং গৃহ আর ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়া হবে ভূমি ও ঘর । প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ইতিমধ্যেই সব ধরনের ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয় । সেই সঙ্গে নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে শিবালয় উপজেলার প্রশাসনের।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।