
ফাইল ছবি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য তার স্ত্রীসহ সিঙ্গাপুর গেছেন। শনিবার (৩০ জানুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান নবদিগন্তকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির মহাসচিব চিকিৎসার জন্য শনিবার সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তার স্ত্রী রাহাত আরা বেগমসহ সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হন। কোভিড-১৯ এর কারণে তাদের সেখানে ১৪দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। পরে চিকিৎসা নিয়ে তিনি দেশে ফিরবেন। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন।