পৌষ সংক্রান্তিতে পুরান ঢাকায় যে বর্ণিল উৎসব পালিত হয়ে আসছে যুগের পর যুগ, সেই সাকরাইন উৎসবে এবার নাম লেখাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এবারই প্রথম এই সিটি করপোরেশনের উদ্যোগে ১৪২৭ বঙ্গাব্দের ৩০ পৌষ (১৪ জানুয়ারি) বৃহস্পতিবার ঢাকার আকাশে হাজার হাজার ঘুড়ি ওড়ানো হল।
“এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আমরা এই উৎসব ঢাকাব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। ঢাকা দক্ষিণ সিটির আওতায় আজকে ৭৫টি ওয়ার্ডে ঘুড়ি উৎসব করা হচ্ছে। আনন্দ উৎসবের মাধ্যমে পুরো ঢাকাবাসী তা উপভোগ করছে।”
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান কার্য নির্বাহী সদস্য শfহে আলম মুরাদ নিজেও ঘুড়ি উড়াছেন সাথে ছিলেন অন্যান্য নেতারা ।
