হিজরি ১৪৪২ সালের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৩০ অক্টোবর ১২ রবিউল আউয়াল। এদিন সরকারি স্বাস্থবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সারাদেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হবে।
আজ মঙ্গলবার ধর্ম সচিব মো. নূরুল ইসলামের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের অনলাইন সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করে দিবসটি পালনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।
এ সময় ধর্ম সচিব জানান, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করার আহ্বান জানানো হয়েছে। এ ক্ষেত্রে প্রযুক্তিগত সুবিধা ব্যবহার করা হবে।
৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সোমবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ও শেষ নবী হযরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। আবার ৬৩ বছরের একই দিনে তিনি পরলোকগমন করেন।
১২ রবিউল আউয়াল সমগ্র বিশ্বে মুসলমানদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণময় দিন। মুসলমান সম্প্রদায় দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।