আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি। দেশে অব্যাহত ধর্ষণ ও যৌন নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত ধর্ষণবিরোধী এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন।
এ সময় ফখরুল বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের ছত্রছায়ায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নিরন্তন বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিগত কয়েক মাসের হিসাব দেখলেই বোঝা যায়, দেশে ধর্ষণ-নির্যাতনের মহোৎসবে চলছে।’
তিনি আরো বলেন, শুধু ধর্ষণ ও যৌন নির্যাতন বেড়ে গেছে এমন নয়, সেইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পাশপাশি দেশ অর্থনৈতিকভাবেও ধ্বংস হয়েছে।
সরকারকে পদত্যাগের আহ্বানও জানান মির্জা ফখরুল। বলেন, সারাদেশে ছড়িয়ে পড়েছে মা-বোনদের ওপর নির্যাতন। এমনকি সরকারের পক্ষ থেকেই বলা হয়েছে যে, তাদের এ দায় অস্বীকার করার উপায় নেই। সুতরাং আপনারা যেহেতু দায় স্বীকার করেছেন সেহেতু আপনারা ব্যর্থ এবং ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করুন। আপনারা থাকতে দেশ নিরাপদ নয়।
বিএনপি মহাসচিব আরো বলেন, চুপ করে বসে থাকার এখন আর উপায় নেই। এই মহাদানবকে সরকারকে প্রতিহত করাই হবে সবার কাজ। আর এ জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামীতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।