

৩ অক্টোবর, ২০২০ইং শনিবার বিকাল ৪টায় ৩১/১ শরিফ কমপ্লেক্স (৬ষ্ট তলা), পুরানা পল্টনস্থ ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র চেয়ারম্যান আলহাজ্ব শেখ ছালাউদ্দিন ছালু’র সভাপতিত্বে দলের প্রেসিডিয়ামের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র মহাসচিব বীর মুুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই মন্ডল, প্রেসিডিয়াম সদস্য মোঃ ইদ্রিস চৌধুরী, মোঃ শাহজাহান, শেখ আবুল কালাম, মোঃ আনিসুর রহমান দেওয়ান, মোঃ মামুনুর রশিদ মামুন, ডাঃ মোঃ আলতাফ হোসেন, মোঃ মোশাররফ হোসেন বকুল ও ন্যাশনাল পিপলস্ পার্টি সহ-দপ্তর সম্পাদক এস এম আল আমিন। সভার শুরুতে প্রেসিডিয়াম সদস্য মরহুম এস এম জহিরুল হক ও মরহুম ইরফানুল হক সিদ্দিকী’র মৃত্যুতে এবং করোনা মহামারীর কারনে যারা মৃত্যু বরন করেছেন তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত বৈঠকে গৃহিত সিদ্ধান্ত সমুহ :-
১। আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে এনপিপি নীতিগতভাবে অংশ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
২। আগামী ১০ অক্টোবর, ২০২০ইং তারিখের নির্বাহী কমিটির সভা করোনা মহামারীর কারনে সাময়িক স্থগিত ঘোষনা করা হয়।
৪। ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিন এই দুই অঞ্চলে বিভক্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে। পরবর্তী প্রেসিডিয়াম বৈঠকে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হবে।
৫। সৈয়দ মাহমুদুল হক আক্কাছকে প্রেসিডিয়ামে অন্তর্ভুক্তর সিদ্ধান্ত গৃহিত হয়।
৬। এই সভায় চাল-ডাল, পেয়াজ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সরকারকে বাজার নিয়ন্ত্রন করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য অনুরোধ করা হয়।
৭। অতিবৃষ্টির কারনে উত্তরাঞ্চাল সহ সারা দেশে অনাকাঙ্খিত বন্যা হওয়ার কারনে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামুল্যে কৃষি উপকরণ সরবরাহ করার জন্য সরকারের প্রতি জোর আহবান জানান।
৮। করোনা কালীন সময়ে, পবিত্র মাহে রমাদান ও পবিত্র ঈদ উপলক্ষ্যে মাননীয় চেয়ারম্যান নিজ উদ্দ্যেগে দলীয় নেতা-কর্মীদের মাঝে সহযোগিতা প্রদান করার জন্য মাননীয় চেয়ারম্যানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।