নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজ স্বামীকে খুঁজতে গিয়ে আড়াই বছরের ছেলের সামনে পালাক্রমে ধর্ষণের শিকার হয়েছে এক গৃহবধূ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে মিজমিজি সাহেবপাড়া নূতন রাস্তার ১ নম্বর সড়কের জসীমের নবনির্মিত চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আসামি করে ধর্ষিতা বাদী হয়ে সোমবার থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ধর্ষিতা গৃহবধূর স্বামী গত এক মাস ধরে নিখোঁজ রয়েছে। গত রবিবার আড়াই বছরের ছেলেকে সঙ্গে নিয়ে স্বামীকে খুঁজতে সন্ধ্যায় বাসা থেকে বেড় হয়। রাতে তার স্বামীর বন্ধু মহসিনের সঙ্গে সাহেবপাড়া বাজার এলাকায় দেখা হয় তার। তখন স্বামীর বন্ধু গৃহবধূকে বলে সে তার স্বামীর সন্ধান জানে। কোন বাড়িতে আছে সেখানে তাকে নিয়ে যাবার কথা বলে। তখন ওই গৃহবধূ স্বামীর বন্ধুর সঙ্গে যেতে রাজি হয়। পরে মহসিন গৃহবধূকে মিজমিজি সাহেবপাড়া নূতন রাস্তার ১ নম্বর সড়কের জসীমের নবনির্মিত চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর ঘর ফাঁকা দেখে গৃহবধূ মহসিনকে তার স্বামী কোথায় জিজ্ঞাসা করলে মহসিন জোর করে তাকে ওই কক্ষের ভিতরে নিয়ে যায়। পরে আড়াই বছরের ছেলেকে পাশে রেখে জোর করে তাকে ধর্ষণ করে। এসময় রমজান নামে আরেকজন ওই কক্ষে প্রবেশ করে। পরে রমজানও তাকে ধর্ষণ করে। দুইজন মিলে পালাক্রমে ধর্ষণ করার পর এ ঘটনা কাইকে না বলার জন্য হুমকি দিয়ে চলে যায়।
অভিযুক্ত মহসিন গাজীপুর জেলা সদর থানার সারদাগঞ্জ এলাকার সামছুল বিশ্বাসের ছেলে। আর রমজান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার কেশবগঞ্জ এলাকার স্থায়ী বাসিন্দা। তারা দুইজনই সিদ্ধিরগঞ্জ সাহেবপাড়া এলাকায় ভাড়া থাকে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক জানান, অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।