কোয়ারেন্টিনের শর্ত শিথিল না করায় শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যাবে না। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ সোমবার বিকেলে মিরপুরে বিসিবি প্রাঙ্গনে আয়োজিত সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘ওরা অনেকগুলো শর্ত মেনে নিয়েছে, কিন্তু যেটা আসল সেটা মানেনি। সেটা হলো ১৪ দিনের কোয়ারেন্টিন। আমরা জানিয়ে দিয়েছি সম্ভব না। পরিস্থিতি যখন ভালো হবে তখন হয়তো হবে।’
শ্রীলঙ্কার দেওয়া এমন শর্তগুলোর কারণে সফর সম্ভব না বলে আগেই জানিয়েছিল বিসিবি। আজ সংবাদ সম্মেলনে সে কথার পুনরাবৃত্তি করেন পাপন।
উল্লেখ্য, শর্ত নিয়ে শ্রীলঙ্কা তাদের নীতিমালায় জানিয়েছে, ক্রিকেটারদের ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এই সময় হোটেল কক্ষ ত্যাগ করা যাবে না। খাবারের জন্যও কক্ষ থেকে বাইরে যাওয়া যাবে না। এ ছাড়া সফরে মেডিকেল টিম নেওয়া যাবে না, কিন্তু তারা মেডিকেল সাপোর্টও দেবে না। অনুশীলনের জন্য নেট বোলার দেবে না, কিন্তু বাংলাদেশ থেকে নেট বোলারও নেওয়া যাবে না।
এ সফরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তিনটি টেস্ট হওয়ার কথা ছিল। টাইগারদের ঢাকা ত্যাগ করার কথা ছিল এ মাসের শেষে। টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ ছিল অক্টোবরের ২৪।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।