
খাগড়াছড়িতে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার সাত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। ডাকাতির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে এই ঘটনা ঘটিয়েছে বলে জানায় আসামিরা।
চট্টগ্রাম থেকে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে চট্টগ্রামের পাহাড়তলী ও আকবর শাহ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ রশীদ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিরা চট্টগ্রামে অবস্থান করছে এমন খবরে স্থানীয় পুলিশের সহযোগিতায় আলাদা অভিযান চালিয়ে ভোরে ৭ জনকে গ্রেফতার করা হয়।
বাকি ২ আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে গত বুধবার রাতে জেলা শহরের নিজ বাসার দরজা ভেঙে ঘরে ঢুকে মাকে বেঁধে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে কয়েকজন যুবক।
আসামিরা তিন ভরি স্বর্ণ, নগদ টাকা, মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন অজ্ঞাত ৯ জনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা করেন নির্যাতিতার মা।