২০ সেপ্টেম্বর ২০২০ ইং দুপুরে শহরের পশ্চিম দাশরা এলাকার ৬ নং বিট পুলিশিং কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এস.আই টুটুল উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলী খান।
এসময় অনন্যের মাঝে কমিউনিটি পুলিশিং ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আব্দুল মান্নান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী, কমিউনিটি পুলিশিং ফোরামের সহ- সভাপতি আবুল হাসেম মাস্টার, আবুল বাশার সবুজ, সাধারন সম্পাদক হবিবুর রহমান সরকার, সাংগঠনিক সম্পাদক এমএম জনি, এডভোকেট মতিন, পৌর কাউন্সিলর ডা: জেসমিন আক্তার সাংবাদিক নেহাত হাসান সবুজ, শিবালয় থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য মোঃআকাশ চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান আলোচক সদর থানার ওসি আকবর আলী খান বলেন, মাননীয় আইজিপি মহোদয় এবং ঢাকা রেঞ্জ ডিআইজি মহোদয় ও মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা বাস্তবায়নে মানুষের দৌড়গোড়ায় পুলিশী সেবা পৌছে দেওয়ার জন্য মানিকগঞ্জ থানা পুলিশ কাজ করে যাচ্ছে। বিদেশে যাওয়ার লক্ষ্যে পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহের জন্য মানুষকে অনেক ঘুরতে হতো। কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদনের পর এখন মানুষ ঘরে বসেই এসএমএস এর মাধ্যমে তার পুলিশ ক্লিয়ারেন্স এর তদন্তের অগ্রগতি দেখতে পান এবং কাউকে ঘুরতে হয় না। মামলা, জিডি, অভিযোগ বা কোর্ট পিটিশন মামলার ক্ষেত্রে আগে মানুষকে অনেক ঘুরতে হতো। কিন্তু এখন মামলা, জিডি, অভিযোগ বা কোর্ট পিটিশন মামলা সঠিক ও সুষ্ঠু ভাবে তদন্ত সম্পন্ন করে যথা সময়ে পুলিশ রিপোর্ট দাখিল করা হয়। তিনি মামলা, জিডি, অভিযোগ, কোর্ট পিটিশন বা পুলিশ ক্লিয়ারেন্স এর ক্ষেত্রে পুলিশ বা তৃতীয় কোন পক্ষের সহিত অবৈধ আর্থিক লেনদেন হতে সম্পূর্ণ বিরত থাকার জন্য এবং পুলিশের নিকট জনগণ যে সেবার দাবীদার তা বুঝে নেওয়ার জন্য মানিকগঞ্জ বাসীকে অনুরোধ করে। ওসি আকবর আলী খান অবৈধ লেনদেন ও দুর্নীতি মুছে দিয়ে মানিকগঞ্জ থানাকে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।