বায়ুদূষণে ২১৯ স্কোর নিয়ে রাজধানী ঢাকা ১ নম্বরে অবস্থান করছে। বায়ুদূষণের এই মান অনুযায়ী ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) সকাল নয়টা আট মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার এই স্কোর নির্ণীত হয়।
একই সময় ২১২, ১৮৭, ১৮০ ও ১৭৮ স্কোর নিয়ে চীনের উহান, শেনইয়াং, হ্যাংজৌ ও শেংজাই যথাক্রমে ২, ৪, ৬ ও ৮ নম্বরে অবস্থান করছে। সেই সঙ্গে ২০০ স্কোর নিয়ে ৩ নম্বরে আছে পাকিস্তানের লাহোর। ১৮৬, ১৭৮ ও ১৭৭ স্কোর নিয়ে ভারতের কলকাতা, দিল্লি ও মুম্বাই যথাক্রমে ৫, ৭ ও ৯ নম্বরে আছে। পোল্যান্ডের রোকলো আছে ১০ নম্বরে, স্কোর: ১৬৭।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।