নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাত দিতে দেরি হওয়ায় মা পারভীন বেগমকে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিজয়নগর দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলে মোহাম্মদ বেলায়েতকে (২২) আটক করেছে পুলিশ। বেলায়েত দড়িগাঁও গ্রামের রোশন আলীর ছেলে।
আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ ঘটনা নিশ্চিত করে জানান, সোমবার কৃষিকাজ শেষ করে বাসায় ফিরে মায়ের কাছে ভাত চায় বেলায়েত। দিতে একটু দেরি হওয়ায় মা পারভীনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে সে। একপর্যায়ে মাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় আহত পারভীনকে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের পর অভিযান চালিয়ে বেলায়েতকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ এলাকায় এনে দাফনের কাজ শেষ করে তারা মামলা করবে। এখনো মামলা হয়নি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।