গতকাল সোমবার বড়দিনের উৎসবের দিনটিতেও ইসরায়েলের বোমা থেকে রেহাই পায়নি গাজা। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেম শহরে যার অবস্থান গাজার অদূরে ফিলিস্তিনের পশ্চিম তীরে।
ইসরায়েল ও হামাসের মধ্যে নতুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব মিসর এগিয়ে নিয়েছে বলে ইসরায়েল ও আরব গণমাধ্যমে খবরে প্রচারিত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে গাজার মাগহাজি শরণার্থী শিবির এলাকা থেকে কাছের আল-আকসা হাসপাতালে শিশুসহ বহু রক্তাক্ত মানুষকে ছোটাছুটি করতে দেখা যায়। উত্তর গাজায় জাবালিয়া ক্যাম্পেও রবিবার দিবাগত রাতে এক পরিবারের ১০ জন ইসরায়েলি বোমায় প্রাণ হারিয়েছে।
হামাসকে দমনের নামে গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে গাজার অধিবাসীরা। একদিকে টানা বোমাবর্ষণ, অন্যদিকে খাদ্যাভাবে দিশাহারা হয়ে পড়েছে উপত্যকাটির মানুষ। রাফার সড়কে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা এক বাসিন্দা জানান, তাঁদের সন্তানরা খাবারের অভাবে ধুঁকে ধুঁকে মরার পথে। সূত্র : বিবিসি, আলজাজিরা, এএফপি
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।