গাজা উপত্যকায় গত দুই সপ্তাহ ধরে আকাশপথে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার পশ্চিম তীরে হামলা চালাল ইসরায়েল। এতে এক ফিলিস্তিনি নিহত ও বেশকয়েকজন আহত হয়েছেন।
রোববার সকালে জেনিনে শরণার্থী শিবিরের আল-আনসার মসজিদে বোমা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা থেকে পৃথক জায়গা ফিলিস্তিনের পশ্চিম তীর। এর পুরোটি ইসরায়েলের দখলে। সেখানে এক শরণার্থী শিবিরে ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি বসবাস করে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ ঠেকিয়ে দিতে মসজিদে হামলা চালানো হয়েছে।
মসজিদটিকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলে হামলার পরিকল্পনা করতে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েল গাজার অধিবাসীদের নিরাপদে সরে যাওয়ার জন্য বলে সতর্কতার জারি করলেও পশ্চিম তীরের জন্য তা করেনি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।