ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের নর্থ ও সাউথ ব্লক হোস্টেলের মধ্যে এই সংঘর্ষ হয়ে শেষ হয় প্রায় ১১টার দিকে।
জানা যায়, শনিবার সাউথ ব্লকের আল আমিন নামের এক শিক্ষার্থীকে রাত সাড়ে ৮টায় একা পেয়ে নর্থ ব্লকের কিছু শিক্ষার্থী মারধর করে। এই খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপই দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
শিক্ষার্থীরা জানান, সিনিয়ররা নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে নিয়েছেন। তাই আর ঝামেলা হওয়ার শঙ্কা নেই। সবাই নিজ হোস্টেল রুমে ফিরে গেছেন। কলেজের সেন্ট্রাল ক্যাফেটেরিয়া নিয়ন্ত্রণ নিয়ে অনেকদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বাইরের কেউ ক্যান্টিন নিলে হলের ছাত্ররা খেয়ে টাকা কম দিত। কিন্তু হলের ভাই হওয়ায় তারা কম দিতে পারত না। মূলত ক্যান্টিন নিয়েই এই সংঘর্ষ।
২০১৩ সালের ২৯ নভেম্বর রাতে ঢাকা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়। এ ঘটনার জেরে ৩০ নভেম্বর ঢাকা কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়। ২০১৬ সালের ১৭ নভেম্বর তিন মাসের জন্য নুর আলম ভূইয়া রাজুকে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় ছাত্রলীগ। পরে ২০১৭ সালের ২২ জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজ শাখার আহ্বায়কসহ ১৯ নেতাকর্মীকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।