প্রতিবছর রোজা শুরুর আগে রাজধানীসহ দেশের সর্বত্র বাড়ে নিত্যপণ্যের দাম। এ বছরও এর ব্যতিক্রম ঘটেনি। রমজান মাসকে সামনে রেখে বাজারে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। আর এ সুযোগে নিত্যপণ্যের দাম বাড়াচ্ছে অসাধু বিক্রেতারা। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রাজধানীর বাজারে রোজা উপলক্ষ্যে মশুর ডাল থেকে শুরু করে ছোলা, বেগুন, শসা সব কিছুর দামই বাড়তি। শুক্রবার ছুটির দিনে বাজারে দেখা গেছে ক্রেতাদের বেশ ভিড়। বাজারগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ভোজ্য তেল, ছোলা, চিনি, বেগুন, শসার দাম বাড়তি।
শুক্রবার সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, ৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ছোলা। চিনি ৭৮ টাকা। তেল পাঁচ লিটার ৭৯০ টাকা। তালিকার চেয়ে বেশি দামে বিক্রি করা হচ্ছে এসব পণ্য।
বেগুন, শসার কেজি ৭০ টাকা। যা দুই দিন আগেও ৫০ থেকে ৬০ টাকা ছিল। এছাড়া লেবুর হালি ২০ থেকে ২৫ টাকা। বেড়েছে মুরগি এবং খাসির মাংসের দামও। ব্রয়লার মুরগির কেজি ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। খাসির কেজি সাড়ে ৯শ টাকা।
এদিকে সকাল সাড়ে ১০ টায় কাওরান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশ কিছু বিক্রেতাকে ৫ হাজার টাকা করে জরিমানা করে সংস্থাটি। রোজায় প্রয়োজনের বেশি পণ্য মজুত না করার পরামর্শও দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।