বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৯ মার্চ) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
সাহাবুদ্দিন আহমেদের রাজনীতিতে আসাটা কিছুটা নাটকীয়। ১৯৯০ সালের ৫ ডিসেম্বর ব্যারিস্টার মওদুদ আহমেদ উপ-রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। ফলে সেই পদে অধিষ্ঠিত হন সাহাবুদ্দিন।
আসুন, সমাজে ইসলামের চেতনা প্রতিষ্ঠা করি: প্রধানমন্ত্রী
১৯৯০ সালের ৬ ডিসেম্বর রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ ক্ষমতাচ্যুত হন। এরপর উদ্ভূত পরিস্থিতিতে শূন্য রাষ্ট্রপতির পদে এবং নির্বাচন হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান রূপে কে আসীন হবেন তা নিয়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল কোনও সমঝোতায় পৌঁছাতে পারছিল না।