সরকার দলীয় নেতাদের সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও ন্যায্যমূল্যে পর্যাপ্ত পণ্য বিক্রির দাবিতে আয়োজিত এক সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
এসময় মির্জা ফখরুল দেশে নিরব দুর্ভিক্ষ চলছে বলেও দাবি করেন। এসব কর্মসূচিতে দেশবাসীকে যোগ দেয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা মাঠ পর্যায়ে এসব কর্মসূচি নিয়ে যাওয়ার মাধ্যমে দেশবাসীকে সম্পৃক্ত করতে যাচ্ছি।
বিএনপি মহাসচিব বলেন, প্রকৃতপক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য চাল-ডাল-তেলসহ পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে করে বাংলাদেশের মানুষ আর্থিক দিক থেকে আক্রান্ত হচ্ছেন। তাদের প্রকৃত আয় অনেক কমে গেছে। মানুষ মধ্যবিত্ত থেকে নিন্মবিত্তে চলে গেছে, যা বেশিরভাগ মানুষ বলতে পারেন না-এটাই বাস্তবতা।
সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন কর্মীরা। সকাল ১০ টায় শুরু হয় মূল সমাবেশ। এতে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা।
এতে করা সমাবেশ চলাকালে প্রেসক্লাব এলাকায় যান চলাচল ব্যাহত হয়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেও বাড়তি পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়। এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি ১১ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আগামী ১৫ মার্চ তাঁতি দলের বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে এ কর্মসূচি।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।