কুয়েত চ্যারিটির সহযোগিতায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ -এর সর্বিক তত্ত্বাবধানে নির্মিত মেহেন্দিগঞ্জ পৌরসভার পূর্ব খড়কি আদমদিঘী জামে মসজিদ আজ ২৫ ফেব্রুয়ারী ২০২২ (শুক্রবার) পবিত্র জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে মুসল্লীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।
পূর্ব খড়কি আদমদিঘী জামে মসজিদ নামাজের জন্য উন্মুক্ত করে দেওয়া উপলক্ষে নামাজ শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি এম এ আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধূরী, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ-এর সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহে আলম মুরাদ, মেহেন্দিগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ-এর সাবেক দপ্তর সম্পাদক গোলাম রব্বানী বাবলু, সাবেক কার্যনির্বাহী সদস্য মোঃ লিয়াকত আলী খান, সাবেক কার্যনির্বাহী সদস্য ডাঃ মোশারেফ হোসেন,বরিশাল জেলা পরিষদ সদস্য ও প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, মেেহেন্দিগঞ্জ উপজেলার চেয়ারম্যান এ কে এম মাহফুজুল আলম লিটন,সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন আহমেদ, উলানিয়া ইউনিয়ন পরিষদ -এর নবনির্বাচিত চেয়ারম্যান নূরুল ইসলাম জামাল মোল্লা, বড়জালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনায়েত হোসেন হাওলাদার, পৌর কাউন্সিলর সোহেব হোসেন সোহরাব, আবদুল মোতালেব জাহাঙ্গীর মনির হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিগন।