তিনি সাংবাদিকদের বলেন, ভোটার বৃদ্ধি পেলে ভালো হবে। ভোটার সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে ইভিএমকে দায়ী করেন তৈমূর।
তিনি বলেন, মানুষ ইভিএমে ভোট দিতে অভ্যস্ত নন। এটা সরকারের বোঝা উচিত। মানুষকে আরও প্রশিক্ষণ দেওয়া উচিত ছিল। তবে তিনি ভোটারদের ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, প্রিসাইডিং অফিসাররা অবশ্যই সাহায্য করবেন।
ফিঙ্গার প্রিন্টের সঙ্গে জাতীয় পরিচয়পত্র মিলছে না, এ বিষয়ে তৈমূর বলেন, এটাও একটা সরকারের ব্যর্থতা। আমি এদেশের নাগরিক ভোট দিতে পারব। এসব জটিলতার কারণে মানুষ ভোট দিতে পারে না। সরকারই মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত রাখছে।
এসময় সব কেন্দ্রে নিজের এজেন্ট আছে জানিয়ে তিনি বলেন, ‘একটি কেন্দ্রে বিরক্ত করতেছে। সেখানে মনে হয় সরকারের ডাইরেক্ট লোক সে। সেখানে আমার এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয় নাই। আমি সেখানে যাচ্ছি। আমার এজেন্টকে নিতে বাধ্য হবে।’
ভোটারদের বাধা দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এখনও পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ রোববার সকাল ৮টায় শুরু হয়েছে। এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি সাধারণ ওয়ার্ডে এবং নয়টি সংরক্ষিত ওয়ার্ডে মোট ১৮৭টি ভোটকেন্দ্রে এই ভোট শুরু হয়েছে। ভোটকেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে।
ইতোমধ্যে ৩০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। ভোটাররা যেনো সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে এ জন্য কেন্দ্রে কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথমবারের মতো নাসিকের শতভাগ ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট নেওয়া হবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।