বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সারাদেশে গণঅনশন করছে বিএনপি। আজ শনিবার (২০শে নভেম্বর) সকাল নয়টা থেকে কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হতে থাকেন। তারা ফুটপাতে ও সড়কের পাশে ত্রিপল বিছিয়ে অনশনে বসেন।
সকাল আটটার কিছু পরে আসেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা অনশনে অংশ নিয়েছেন। সকাল ৯টায় কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।
ঢাকার মতো দেশের অন্যান্য বিভাগীয় শহর ও জেলাগুলোতেও সকাল ৯টা থেকে অনশন কমর্সূচি পালিত হচ্ছে, বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
গত বৃহস্পতিবার বিকালে ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে’ জানিয়ে তার বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান বিএনপির মহাসচিব। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করে দলটি।
গত ১৩ই নভেম্বর আবারো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি কিডনি, ফুসফুস, ডায়াবেটিসসহ বেশ কিছু জটিল রোগে ভুগছেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।