বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের তিনজনকে প্রেসিডিয়ামের সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শুক্রবার বিকেল চারটায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা এই নতুন তিনজনকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।
এসভায় গাজীপুর মেয়র জাহাঙ্গীর আলমের আওয়ামী লীগের সদস্য পদ স্থগিত এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সভার শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচনা বক্তব্য রাখেন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে আজকের সভায় ৫০ জন উপস্থিত আছেন। গত সেপ্টেম্বরে সবশেষ কার্যনির্বাহী কমিটির বৈঠকের আড়াই মাসের মাথায় শুরু হলো এবারের বৈঠক।
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গাজীপুরের মেয়র বহিষ্কার, নাকি ক্ষমা পাবেন সেই সিদ্ধান্ত আসবে আজকের বৈঠক থেকে। এছাড়া, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা, বিদ্রোহীদের বহিষ্কার নিয়ে আলোচনা, দলের চেইন অব কমান্ড ফিরিয়ে আনাসহ সাংগঠনিক নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।