সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: লকডাউনের কারনে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে সিরাজগঞ্জ জেলার অন্যতম গুরুত্বপুর্ণ বোয়ালিয়া পশুর হাটের মালিকরা। চলমান লকডাউনে বন্ধ রয়েছে হাট। ফলে লোকসানে রয়েছে এ হাটের ইজারাদাররা। জানা যায়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বগুড়া – নগরবাড়ি মহাসড়কের পাশে অবস্থিত বোয়ালিয়া হাটটি এ বছর দুই কোটি একুশ লাখ টাকা ডাক হয়েছে। সপ্তাহের প্রতি রবিবারের এহাটে ১০-১২ লাখ টাকা খাজনা আদায় হয়। ঈদুল আযহা উপলক্ষে প্রতি হাটে ২০ লাখের উপরে খাজনা আদায় হয়। কিন্তু লকডাউনের কারনে হাট বন্ধ থাকায় প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি সম্মুখীন হয়েছে বলে জানান হাট কমিটির পরিচালকরা। বোয়ালিয়া হাট পরিচালনা কমিটির সদস্য সাহাদত হোসেন জানান, সিরাজগঞ্জ জেলার অন্যতম একটি হাট বোয়ালিয়া। দুই কোটি একুশ লাখ টাকা ইজারার এ হাটে ঈদ উপলক্ষে প্রতি রবিবারের হাটে ২০ লাখ টাকা খাজনা আদায় হয়। কিন্তু লকডাউনের কারনে হাট বন্ধ থাকায় আমরা ক্ষতির মধ্যে আছি। আমাদের প্রায় ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এবং হাটে কর্মরত প্রায় ১৫০ জন শ্রমিক বেকার হয়ে পরিবার নিয়ে কষ্টে জিবন যাপন করছে। হাটে পান বিড়ির ব্যাবসায়ী আব্দুল করিম বলেন, হাটে দোকানদারী করে আমার সংসার চলতো কিন্তু হাট বন্ধ থাকায় ব্যবসা বন্ধ রয়েছে। তাই পরিবার নিয়ে খুব কষ্টে আছি। হাটের পাশের খামারী শহিদুল ইসলাম বলেন, আমার খামারে প্রায় ২০ টি গরু আছে আমি এই হাটে গরু বিক্রি করি। কিন্তু হাট বন্ধ থাকায় গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় আছি। বোয়ালিয়া হাট কমিটির পরিচালক আনোয়ার হোসেন বুদ্দু বলেন, লকডাউনে হাট বন্ধ থাকায় আমরা পথে বসে গেছি। সরকারের কাছে আমাদের দাবি স্বাস্থ্য বিধি মেনে যেন হাট চালুর ব্যবস্থা করে দেন। বোয়ালিয়া হাট ইজারাদার জুয়েল রানা বলেন, গত বছর দেড় কোটি টাকা লোকসান হয়েছে। এ বছর দুই কোটি একুশ লাখ টাকা দিয়ে হাট টি ইজারা নিয়েছি। কুরবানির ঈদে আমাদের ব্যবসা ভালো হয়। কিন্তু এবছরও লকডাউনে আমরা ক্ষতির মুখে পড়ে গেছি। সরকার যেন হাট চালুর ব্যবস্থা করে দেন। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ এর সাথে কথা বললে তিনি বলেন, সরকারী নির্দেশনা মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।