নিজের দেশের মাটিতে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল। দুর্দান্ত ছন্দ রয়েছে সেলেকাও দলে। সাম্বার ছন্দ মধুর মনে হচ্ছে। নেইমার শেষ দুটো ম্যাচে গোল করতে পারেননি, কিন্তু করিয়েছেন। অন্যদিকে মেসির আর্জেন্টিনা ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হবে কিনা তার উত্তর পাওয়া যাবে কয়েক ঘণ্টার ব্যবধানে। নীল-সাদা জার্সির সামনে কলম্বিয়া। সেরা ফুটবলার জেমস রদ্রিগেজ নেই দলটায়। তবুও মিনা, জাপাতা, কুয়ারদাদো, বারিওসদের হালকা করে দেখতে নারাজ আর্জেন্টাইন কোচ স্কালোনি। সাবধানতা বজায় রেখেই জিতে ফেরা লক্ষ্য আর্জেন্টিনার।
কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামছে ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের এস্তাদিও ন্যাসিওনাল দ্যো ব্রাসিলিয়ায় ম্যাচটি শুরু হবে বুধবার সকাল ৬;৩০ টায়। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে মেসির আর্জেন্টিনা। গত দুই বছর ধরে হার না পাওয়া আর্জেন্টিনা টানা ১৮ ম্যাচে অপরাজিত। অতীত পরিসংখ্যানও মেসিদের পক্ষে। এখন পর্যন্ত ৪০ বার মুখোমুখি হয়েছে দুদল। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৩ বার, কলম্বিয়া জিতেছে ৯টি ম্যাচে। বাকি ৮টি ম্যাচ ড্র হয়েছে। ১৯৪৫ সালে কলম্বিয়াকে ৯-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
শেষ দুটো ম্যাচে একটি গোল হজম করলেও, সাত গোল করেছে আর্জেন্টিনা। মেসি গোল করছেন, করাচ্ছেন। ফ্রি ফুটবলার হিসেবে সারা মাঠ জুড়ে খেলছেন। যদিও এই ম্যাচে আর্জেন্টিনা পাবে না নির্ভরযোগ্য ডিফেন্ডার রোমেরোকে। তবে ওটামেন্ডির নেতৃত্বে পেজেলা, মোলিনা, আকুনারা যথেষ্ট ভরসা দিয়েছেন। মিডফিল্ড সামলাবেন ডি পল, পারেদেস। ডি পল নিজের জাত চিনিয়েছেন। তবে স্ট্রাইকার গঞ্জালেস এবং মার্টিনেজ প্রচুর গোল মিস করছেন। এই পর্যায়ে এসে আর মিস করলে হবে না।
শোনা যাচ্ছে ড্রেসিংরুমে লিওনেল মেসি ফুটবলারদের বিশেষ বার্তা দিয়েছেন। ফাইনাল নিয়ে চিন্তা না করে ফোকাস শুধুমাত্র কলম্বিয়া ম্যাচের রাখতে বলেছেন। দু’বছর আগে ব্রাজিলের কাছে বিতর্কিত হারে বিদায় নিতে হয়েছিল আর্জেন্টিনাকে। মেসির বিতর্কিত মন্তব্য নিয়ে কম জলঘোলা হয়নি। নিশ্চয়ই ভুলে যাননি আর্জেন্টাইন মহাতারকা। ব্রাজিলের সঙ্গে পুরনো হিসেব মেটানো বাকি আছে। কিন্তু তার আগে সামনে কলম্বিয়া।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।