মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় চলমান লকডাউনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ। এরই অংশ হিসেবে লকডাউনে অসহায় হয়ে পড়া আড়াই হাজার মানুষকে খাবার দিয়েছে যুবলীগ।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে রাজধানীর মিরপুর এলাকার মনিপুরের ০৭ টি বস্তির (খলিলের বস্তি, রহমত উল্যাহ বস্তি, খলিল ও রহিমের বস্তি, রশিদের বস্তি, খলিলও ইউসুফের বস্তি, আরব আলী বস্তি রুস্তম আলী’র বস্তি) আড়াই হাজারেও বেশি করোনায় ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর মাঝে ঘরে ঘরে গিয়ে রান্না করা খাবার বিতরণ করেন যুবলীগের নেতাকর্মীরা।
এর আগে মনিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে সংগঠনের ও দায়িত্বশীলদের হাতে ২০ ডেক রান্না করা খাবার তুলে দেন যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল। করোনা সংক্রমণের বিষয় মাথায় রেখে বস্তিবাসীদের সেখানে আনা হয়নি। পরে স্বাস্থ্যবিধি নেতাকর্মীরা ঘরে ঘরে খাবার পৌঁছে দেন।
এসময় যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে সারাদেশে যুবলীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রথম ধাপের ন্যায় দ্বিতীয় ধাপেও অসহায়দের সারাদেশে অসহায় মানুষকে খাদ্য সহায়তা, অক্সিজেন সেবা, টেলিমেডিসিন সেবা, চিকিৎসা পরামর্শ ও সুরক্ষা সামগ্রি বিতরণ করছে যুবলীগ।
মঙ্গলবার মনিপুরের ৭টি বস্তিতে আড়াই হাজার মানুষকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে, আগামীকালও খাবার দেয়া হবে। এসময় সারাদেশের নেতাকর্মীদের অসহায় মানুষকে খাদ্য সহায়তা দেবার আহ্বান জানান যুবলীগ সাধারণ সম্পাদক।
তিনি আরও বলেন, যুবলীগের নেতৃত্বে এ পর্যন্ত প্রায় ৬০ লক্ষ মানুষের মাঝে রান্না করা ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছে। করোনায় আক্রান্ত মৃতদেহ সৎকার, ফ্রি এ্যাম্বুলেন্স সেবা, ফ্রি টেলিমেডিসিন সেবা দিয়ে আসছে যুবলীগ।
শুধু তাই নয় করোনার এই তৃতীয় ঢেউয়ে যখন রোগীদের অক্সিজেন সমস্যা দেখা দিয়েছে তখন সারাদেশে যুবলীগের নেতৃত্বে বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে। যুবলীগের হটলাইনে ফোন দিলেই অক্সিজেন সিলিন্ডার নিয়ে ছুঁটে যাচ্ছেন নেতাকর্মী
যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা বলেছেন যত টাকা লাগে তত টাকা দিয়েই প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। অথচ জামাত-বিএনপির নেতা-কর্মীরা সেই টিকা নিয়েও ষড়যন্ত্র করছে। জামাত-বিএনপি যত ষড়যন্ত্র করুক না কেন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যাবে যুবলীগ, এগিয়ে যাবে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, এগিয়ে যাবে বাংলাদেশ।
এসময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেনসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ৎ
সূত্র : আমার সংবাদ
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।