লিওনেল মেসির নৈপুণ্যে ইকুয়েডরকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধের শেষের দিকে রদ্রিগো ডি পলের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শেষের দিকে ব্যবধান বড় করেন লাউতারো মার্টিনেজ ও মেসি। এতেই বড় জয়ে সেমিতে পা রাখে আলবেসেলেস্তারা।
আজ রোববার সকালে ব্রাজিলের এস্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো ৩-০ গোলে জিতেছে লিওনেল স্কোলানির দল। আর্জেন্টিনার হয়ে একটি গোল করার পাশাপাশি অন্য দুই গোলে অবদান রাখেন মেসি।
তুলনামূলকভাবে আর্জেন্টিনার চেয়ে অনেকটাই পিছিয়ে ইকুয়েডর। তাদের বিপক্ষে কোপার সবশেষ তিন দেখায় জিতেছিল আর্জেন্টিনা। এবারও তার বিপরীত হয়নি। কোয়ার্টার-ফাইনালে ইকুয়েডরকে হারিয়ে টানা তিনবার কোপার সেমিতে পা রেখেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে ইকুয়েডরকে চাপে রেখে আর্জেন্টিনা। একের পর এক সুযোগও তৈরি করেও গোলের দেখা পাচ্ছিল না মেসি-রদ্রিগোরা। প্রথমার্ধের শেষের দিকে এসে ইকুয়েডরের রক্ষণ ভাঙে মেসিরা। ৪০তম মিনিটে মেসির দারুণ ক্রসে দলকে এগিয়ে নেন রদ্রিগো। এগিয়ে থেকে বিরতিতে যায় স্কোলানির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আর্জেন্টিনার রক্ষণে চাপ বাড়াতে থাকে ইকুয়েডর। বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও বল জালে জড়াতে পারেনি তারা। উল্টো শেষের দিকে এসে আরও দুই গোল হজম করতে হয়। ৮৪তম মিনিটে আর্জেন্টিনার জয় প্রায় নিশ্চিত করে ফেরেন মার্টিনেজ। আবারও মেসির পাসে দূরের পোস্ট দিয়ে বল লক্ষ্যভেদ করেন তিনি।
ম্যাচের অতিরিক্ত সময়ে এসে দারুণ এক ফ্রি-কিকে বল জালে জড়ান মেসি। সতীর্থদের দিয়ে দুই গোল করানোর পাশাপাশি নিজেও একটি গোল করেন তিনি। আগামী বুধবার সকাল ৭টায় সেমি-ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসিরা।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।