রাজধানীর পুরান ঢাকার লালবাগে মোবাইল চোরের সর্দার শুকুর আলী কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ । গোয়েন্দা পুলিশ বেশ কিছুদিন যাবৎ ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান চালায় এই মোবাইল চোর সেন্ডিকেট কে ধরার জন্য। গত, ১৮,৫.২১.ইং তারিখ রাজধানী লালবাগ বেরিবাধ সামাদ হাজীর গলি থেকে শুক্র আলীকে ও তার স্ত্রী রেশমা অপর এক সহযোগী মোঃ বিল্লাল পিতা মোঃ আব্বাস কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে,। সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান( বিপিএম) (পিপিএম বার) নেতৃত্বে
ইন্সপেক্টর শফিকুল ইসলাম ও ইন্সপেক্টর আলমগীর এই মোবাইল চোর সরদার শুকুর আলী কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ( ডিবি)। গ্রেফতারের সময় মোবাইল চোর সর্দার শুকুর আলীর কাছে থেকে ১৩ টি নামি দামি ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করে ও তার বাসা তল্লাশির সময় চোরাই মোবাইল বিক্রি নগদ ৫ লক্ষ ৪৭ হাজার টাকাও স্বর্ণের একটি চেন, একটি আন্টি, এক জোড়া স্বর্ণের কানের দুল উদ্ধার করে। স্বর্ণের নগদ বাজার মূল্য ৪৮ হাজার টাকা। উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ১৮.৫.২০২১ তারিখ ২০:৪০ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করে অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম ডিবি লালবাগ বিভাগ, ডিএমপি, ঢাকা। অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান বিপিএম পিপিএম বার ও ইন্সপেক্টর শফিকুল ইসলাম প্রতিবেদককে মুঠোফোনে জানায় ।বেশ কিছুদিন যাবৎ ঢাকা মহানগরীতে আমরা বিশেষ অভিযান পরিচালনা করি এই মোবাইল চোর ও চোরের সর্দার শুকুর আলী কে নজরদারিতে রাখি। গত কাল ১৮/৫/২০২১ তারিখ ২০:৪০ সময় গ্রেফতার করি হাতেনাতে। ১৯।৫।২০২১ তারিখ সময় ৩,১৫ঘটিকা থানারপ্রাপ্ত হইয়া লালবাগ থানার মামলা নং ১১। তারিখ-১৯।৫।২০২১ইং। ধারা -৪১৩ পেনাল কোড মামলা রুজু করি। মোবাইল চোরের সর্দার শুক্কুর আলীর জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করার সময় আরো ২ টি মামলা পাওয়া যায় ১ /ডিএমপি কামরাঙ্গীরচর থানার মামলা নং ৩২, তাং ২০/৩/২০১৭ খ্রিস্টাব্দ , ধারা৩৭৯/৪১১ পেনালকোড ২/ডিএমপি এর লালবাগ থানার মামলা নং-১৮,তাং-৩০/০৫/২০১২ খ্রিস্টাব্দ ধারা-৮২/৯০ সালে কপিরাইট আইন ২০০০পেনাল কোড। গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে জানায় ।