দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করার তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তি দাবি করেছে অনলাইন প্রেসক্লাব বিডি। মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতিতে অনলাইন প্রেসক্লাব বিডির সভাপতি এম এ রব রনি ও সাধারণ সম্পাদক মোঃ আজাহার আলী বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের ওপর নিপীড়ন ও তাঁকে আটকে রেখে ৬ ঘণ্টা হেনস্তার পর থানায় সোপর্দ, মামলা দায়ের, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা কোন অবস্থায় মেনে নেয়া যায় না।
এই সব কর্মকান্ড স্বাধীন সাংবাদিকতার ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।
বিবৃতিতে অনলাইন প্রেসক্লাব বিডি নেতৃদ্বয় আরো বলেন, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় এ ধরনের হীনচেষ্টা সংবাদপত্রের অস্তিত্বকে হুমকির দিকে ঠেলে দেবে।
রোজিনা ইসলামকে নানাভাবে হেনস্তা করার ঘটনা শুধু দুঃখজনক নয়, সভ্য সমাজে এটি লজ্জাজনক। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি দাবি জানায় অনলাইন প্রেসক্লাব বিডি নেতৃদ্বয়।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।