বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাগারে যাওয়ার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে সোমবার সারাদেশে জেলা-মহানগরে প্রতিবাদ সমাবেশ করছে দলটির নেতা কর্মীরা। ৮ ফেব্রুয়ারি সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গনতন্ত্র ফিরিয়ে আনা হবে।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বাইরে থাকায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সমাবেশে আরো বক্তব্য রাখেন দলটির অন্যান্য কেন্দ্রীয় নেতারা। এসময় বক্তারা দেশে আইনের শাসন নেই দাবি করে খালেদা জিয়াকে মুক্ত করে দেয়ার আহ্বান জানান।
বিএনপি নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সরকারের শাসনে অতিষ্ট জনগণ। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে নেতাকর্মীদের তৈরি হওয়ারও আহ্বান জানান নেতারা।
উল্লেখ্য, জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজা নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কারাগারে যান। এরপর জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায়ও তার সাজা হয়। দুই মামলায় ১৭ বছরের সাজাও হয়েছে তার।
করোনাভাইরাস মহামারীকালে গত বছরের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দেয়। তারপর থেকে তিনি গুলশানে নিজের বাসা ‘ফিরোজায়’ আছেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।