বঙ্গবন্ধুর দুটি ভাষণ আওয়ামী লীগের নেতাকর্মী ও নতুন প্রজন্মকে বার বার শোনার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তা হলো- ১৯৭১ সালের ৭ মার্চ ও ১৯৭২ সালের ১০ জানুয়ারির ভাষণ।
আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের এক আলোচনা সভায় গণভবন থেকে যুক্ত হয়ে এ কথা বলেন শেখ হাসিনা। এ সময় অলিখিত ভাষণ দুটিতে ‘রাজনীতি করার প্রেরণা ও দিকনির্দেশনা, সবই রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন হয়ে বঙ্গবন্ধুর দেশে ফেরার বিষয়ে তার কন্যা শেখ হাসিনা বলেন, পরিবারের কাছে না এসে, সোজা রেসকোর্স ময়দানে যান তিনি। সেখানে জনগণের উদ্দেশে স্বতঃস্ফূর্তভাবে অলিখিত ভাষণ দেন, যাতে স্বাধীন দেশ পরিচালনার সব নির্দেশনা ছিল।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রতিজ্ঞা করে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলব। এই দেশ হবে অসাম্প্রদায়িক চেতনার উন্নত সমৃদ্ধ, বিশ্বে মাথা উঁচু করে চলবে।
স্বাধীনতাকে ব্যর্থ করতে চাওয়ারা ব্যর্থ হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে সামনে এগিয়ে নেবো বাংলাদেশকে। জাতির পিতার স্বপ্ন অনুযায়ী দেশকে আমরা গড়ে তুলব।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।