কক্সবাজারের উখিয়া-টেকনাফের ক্যাম্পে থাকা ১৭৭২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় দ্বিতীয় দফায় ভাসানচরের উদ্দেশে ক্যাম্প ছেড়েছেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গারা ভাসানচরের উদ্দেশে রওনা হন। এর আগে তাদেরকে কক্সবাজার ক্যাম্প থেকে তাদের চট্টগ্রামে আনা হয়েছিল।
গত ৪ ডিসেম্বর দুপুরে কক্সবাজারের শরণার্থী শিবির থেকে স্থানান্তরের প্রথম ধাপে ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা বঙ্গোপসাগরের দ্বীপ ভাসানচরে পৌঁছেছিল।
গত ২০১৭ সালের অগাস্টে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নিপীড়নের মুখে দেশটি থেকে কয়েক লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। একই বছরের নভেম্বর মাসে কক্সবাজার থেকে এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি প্রকল্প নেয় সরকার। আশ্রয়ণ-৩ নামে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশ নৌবাহিনীকে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।