ঢাকা মহানগর পুলিশের পরিদর্শক পদমর্যাদার ২২ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়।
গত বুধবার ঢাকার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মস্থল পরিবর্তনের পর এই কর্মকর্তাদের সরিয়ে অন্যান্য জায়গায় দেওয়া হয়।
বদলি হওয়া পুলিশ পরিদর্শকরা হলেন-উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) মো. আলমগীর গাজীকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে, ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলামকে শাহজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত), সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন) শাহ আলমকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত), তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আবুল হাসানাত খন্দকারকে সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত), গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের পরিদর্শক মো. ইসমাইল হোসেন খানকে ডেমরা থানার পরিদর্শক (তদন্ত)।
এ ছাড়া উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ মনিরুল হক ডাবলুকে নিউ মার্কেট থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মো. মাহফুজুল হক চৌধুরীকে সবুজবাগ থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মো. খোরশেদ আলমকে ভাষানটেক থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মো. নুর আলম মাসুম সিদ্দিকীকে উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন),লাইনওআর-এর পরিদর্শক পিযুষ কুমার সরকারকে ভাটারা থানার পরিদর্শক (অপারেশন),লাইনওআর-এর পরিদর্শক সুমন চন্দ্র দাসকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন), লাইনওআর-এর পরিদর্শক মোহাম্মদ আফতাব উদ্দিনকে দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন), দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) সারোয়ার আলম খানকে তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া প্রসিকিউশন বিভাগে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আলী হোসেন খানকে পিএসএ্যান্ডআইআই বিভাগে, ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) গোলাম ফারুককে ডিবি তেজগাঁও বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন ও মো. তাজুল ইসলামকে গোয়েন্দা মতিঝিল বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক মো. সাইফুল ইসলামকে গোয়েন্দা গুলশান বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক মোহাম্মদ শফিকুল আলমকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক পার্থ প্রতিম ব্রহ্মচারীকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, লাইনওআর-এর পরিদর্শক সোহেল আহাম্মদ এবং লাইনওআর-এর পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তালুকদারকে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগে বদলি করা হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।