কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের মধ্যে দুই মাদ্রাসা শিক্ষককে ৪ দিন করে এবং দুই ছাত্রকে ৫ দিন করে রিমান্ডে দেয়া হয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিসিয়াল আদালতের বিচারক রেজাউল করীম রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, সোমবার আসামিদের আদালতে হাজির করে দুই মাদ্রাসা ছাত্রের ১০ দিন এবং দুই শিক্ষকের ৭ দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিশীকান্ত সরকার।
মামলার চার আসামি হলেন- কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসউদ এর হেফজ বিভাগের ছাত্র আবু বক্কর ওরফে মিঠুন এবং সবুজ ইসলাম ওরফে নাহিদ, একই মাদ্রাসার শিক্ষক মো. আল আমীন এবং মো. ইউসুফ আলী।
শুক্রবার গভীর রাতে কুষ্টিয়ার পাঁচ মাথার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করা হয়। ওই ঘটনায় রোববার ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদিকে, শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী নয়, তাদের ইন্ধনদাতাদেরও বিচারের আওতায় আনার দাবি উঠেছে সোমবার রাজধানীতে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিগুলোতে।
বিভিন্ন সংগঠনের ব্যানারে আয়োজিত এসব বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজকরা বলেন, ভাস্কর্যবিরোধী ও ধর্মের অপব্যাখ্যাকারীদের দেশবিরোধী কর্মকাণ্ড স্থায়ীভাবে বন্ধ করতে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কোন বিকল্প নেই।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।