বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে তাকে রাজধানীর ধানমণ্ডিস্থ ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর ১টার দিকে নয়াপল্টনে অবস্থিত দলীয় কার্যালয়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রুহুল কবির রিজভী। সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্থানান্তর করা হয় ল্যাব এইডে। বর্তমানে তিনি ওই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
তিনি আরো জানান, রিজভীর শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ খবর রাখছেন।
তিনি আরো জানান, বিএনপির এ নেতার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবর ইতোমধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে অবহিত করা হয়েছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।