ঢাকা শহরের ৪৫ শতাংশ মানুষের শরীরের এন্টিবডি তৈরি হয়েছে। সেই বিবেচনায় ঢাকা শহরের প্রায় অর্ধেক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন।
সরকারের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং আইসিডিডিআরবি’র এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
সংশ্লিষ্টরা বলছেন, দেশে ৮ মার্চ প্রথম শনাক্ত হলেও বাংলাদেশে মূলত ফেব্রুয়ারি মাসেই করোনা সংক্রমণ ঘটেছিল।
অন্যদিকে দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ২১৯তম দিনে দেশে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থতার হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩১ জন। আগের দিন রোববার যে সংখ্যাটা ছিলো ১ হাজার ৪৯৫ জন।
রোববার শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ছিলো ৭৭ দশমিক ৪২ শতাংশ। সোমবার সেটা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৫২ শতাংশে।
নতুন করে দেশে ১ হাজার ৪৭২ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এই সময়ে মারা গেছেন ৩১ জন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।