শুক্রবার রাতে ইউক্রেনে ভেঙে পড়ল একটি সামরিক বিমান। সে দেশের পূর্বাঞ্চলের খারকিভ শহরের কাছে বায়ুসেনার ওই বিমানটি ভেঙে পড়েছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম আরও ২ জন। হতাহতদের মধ্যে সেনাবাহিনীর প্রশিক্ষণার্থীরা আছেন বলে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি।
জানা গিয়েছে, ইউক্রেনের স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিট (ভারতীয় সময় শুক্রবার রাত ১১টা ২০ মিনিট) নাগাদ Chuhuiv মিলিটারি এয়ারবেস থেকে ২ কিলোমিটার দূরে ভেঙে পড়ে সে দেশের বায়ুসেনার Antonov-26 ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টটি। সঙ্গে সঙ্গে সেটতে আগুন ধরে যায়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলতে সফল হন উদ্ধারকারী দলের সদস্যরা।
সেনা বিমান ভেঙে পড়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রক। এই প্রসঙ্গে সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের উপ-মন্ত্রী অ্যান্টন জেরাশেংকো সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, ‘গোটা ঘটনায় আমি বিস্মিত। এখনও পর্যন্ত ২২ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গিয়েছে। এছাড়া ২ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের সন্ধানে তল্লাশি অভিযান চলছে। কীকারণে এই দুর্ঘটনা ঘটল তা এই মুহূর্তে বলা সম্ভব নয়।’
মন্ত্রী আরও জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত সামরিক বিমানটিতে মোট ২৮ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২১ জন সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী এবং বাকি ৭ জন ক্রু সদস্য।
এদিকে, বিমান ভেঙে পড়ায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এর ফলে নিহতদের নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। এক ফেসবুক পেস্টে ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শনিবার তিনি ওই অঞ্চলে যাবেন।
বিমান ভেঙে পড়ার কারম অনুসন্ধানে তদন্ত কমিশন গঠনের কথাও ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কী পরিস্থিতিতে বিমানটি ভেঙে পড়ল, কমিশন তা সবিস্তারে খতিয়ে দেখবে বলে জানিয়েছেন তিনি।
সূত্র : এই সময়
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।