ম্যাচের শুরু থেকে শেষ একপ্রকার দাপিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস। যেমন ব্যাটিং, তেমনই বোলিং। ফিল্ডিংয়েও ভুলচুক তাদের হয়েছে ঠিকই। কিন্তু সেই ব্যর্থতা ঢেকে দিয়েছে দুর্ধর্ষ বোলিং রাবাডা, হেটম্যায়ার, নর্ৎজেদের দুর্দান্ত বোলিং।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এ দিন ধোনির চেন্নাই সুপার কিংস-কে ৪৪ রানে হারাল দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ধোনি। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়াল এদিনের ম্যাচে। প্রথমে ব্যাট করে চেন্নাই সুপার কিংস-কে ১৭৫ রানের টার্গেট দেয় দিল্লি ক্যাপিটালস।
দিল্লির হয়ে শুরুটা বেশ জমিয়ে দিয়েছিলেন দুই ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ। ৩৫ রানে শিখর আুট হয়ে গেলেও অর্ধশতরান করেন পৃথ্বী। ৪৩ বল খেলে করেন ৬৪ রান। ৯টি চার এবং ১টি ছক্কা দিয়ে এই ইনিংস তিনি সাজিয়েছিলেন। পীযুষ চাওলার বলে আউট হয়ে যান তিনি।
এর পরই কিছুক্ষণের জন্য জমে ওঠে ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারের জুটি। তবে শ্রেয়াস ২৬ রান করে স্যাম কারানের বলে আউট হয়ে যান। তারপর দিল্লি ক্যাপিটালসকে ১৭৫ রান অবধি নিয়ে যান ঋষভ পন্থ এবং মার্কাস স্টোয়নিস। ২৫ বল খেলে ৩৭ রান করেন ঋষভ। তবে শ্রেয়স আইয়ারের ক্যাচটি লুফে এদিন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রশংসিত হন ধোনি।
এ দিন চেন্নাইয়ের বোলাররাও নিরাশ করেছেন। দীপক চাহর, জোশ হ্যাজলউড, রবীন্দ্র জাডেজা একটিও উইকেট নিতে পারেননি। শুরুর দিকে দুটি উইকেট নিয়ে দিল্লি-কে কিছুটা হলেও ধাক্কা দিয়েছিলেন পীযুষ চাওলা। আর তারপরে স্যাম কারান একটি উইকেট তুলে নেন।
ব্যাটিংয়ের শুরু থেকেই রীতিমতো গোত্তা খেতে শুরু করে চেন্নাই সুপার কিংস। ১৪ রানে শেন ওয়াটসন এবং তার কিছু পরেই ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান মুরলী বিজয়। একমাত্র ফাফ দু’প্লেসি ক্রিজে লড়াই করে যাচ্ছিলেন। আইপিএলে ২০০০ রানও এদিন পূর্ণ করেন দু’প্লেসি।
মুরলী বিজয় আউট হতেই ঝড়ের গতিতে উইকেট হারাতে থাকে চেন্নাই। ৫ রান করে আউট হয়ে যান ঋতুরাজ গাইকোয়াড়। কেদার যাদব একটু ম্যাচটা ধরার চেষ্টা করেন। এ দিকে ততক্ষণে ৩৫ বলে ৪৩ রান করে প্যাভিলিয়নে ফিরে যান ফাফ দু’প্লেসি।
scorecard
মহেন্দ্র সিং ধোনি নেমেও কিছু লাভ হল না চেন্নাইয়ের। কারণ ততক্ষণে ম্যাচ হেরে বসেছে সুপার কিংস। ২১ বলে ২৬ রান করে আউট হয়ে যান কেদার যাদবও। ধোনিও দুটি চার মেরে ক্যাচ তুলে দেন ঋষভ পন্থের হাতে। ১২ বলে ১৫ রান করেই আউট হয়ে যান তিনি। আর ২০ ওভারের ঠিক শেষ বলটিতে আউট হন রবীন্দ্র জাডেজা।
দিল্লি ক্যাপিটালসের বোলাররা এ দিন একপ্রকার মাত করে দিয়েছেন। কাগিসো রাবাডা ৩টি উইকেট নিয়েছেন। নর্ৎজে ২টি এবং অক্ষর প্যাটেল তুলে নিয়েছেন ১টি উইকেট। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন পৃথ্বী শ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।