ফের বাড়লো নোবেল পুরস্কারের অর্থমূল্য। চলতি বছর যারা নবেল পুরস্কার পাবেন তাদের গত বছরের তুলনায় ১০ লাখ ক্রৌন বেশি দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩ লাখ টাকার বেশি। আজ বৃহস্পতিবার সুইডেনের দৈনিক ডাগেন ইন্ডুস্ট্রিকে এ কথা জানান নোবেল ফাউন্ডেশনের প্রধান লারস হেইকেনস্টেন। খবর বার্তা সংস্থা রয়টার্স।
ডাগেন ইন্ডুস্ট্রিকে হেইকেনস্টে বলেন, চলতি বছর থেকে নবেল বিজয়ীদের দেওয়া পুরস্কারের অর্থমূল্য ১০ লাখ ক্রৌন বাড়িয়ে ফের ১ কোটি ক্রৌন করা হচ্ছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৩২ লাখ টাকার বেশি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯০১ সাল থেকে বিখ্যাত মানুষদের মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার দেওয়ার প্রচলন শুরু হয়। নোবেল বিজয়ীদের এ পুরস্কার দেওয়া হয় ডিনামাইট আবিষ্কারক আরফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ দিয়ে। তিনি মৃত্যুর সময় ৩ কোটি ১০ লাখ ক্রৌন রেখে গিয়েছিলেন। যা বর্তমানে প্রায় ১৮০ কোটি ক্রৌনের সমান।
আরো বলা হয়, গত ১০০ বছর ধরে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে বিখ্যাত মানুষদের নোবেল পুরস্কার দেওয়া হলেও সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে এ পুরস্কারের অর্থমূল্য। ১৯০১ সালে যখন নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়, তখন দেড় লাখ ক্রৌন করে পেতেন বিজয়ীরা। পরবর্তীতে বিভিন্ন সময়ে এ পুরস্কারের মূল্যে বেড়ে ১৯৮১ সালে তা ১০ লাখ ক্রৌনে গিয়ে দাঁড়ায়। এর মাত্র ২০ বছর পর অর্থাৎ ২০০০ সালে এ পুরস্কারের অর্থমূল্য গিয়ে দাঁড়ায় ৯০ লাখ ক্রৌনে। ঠিক এর এক বছর পর এ পুরস্কারের অর্থমূল্য গিয়ে দাঁড়ায় ১ কোটিতে।
কিন্তু ২০০৮-২০০৯ সালে অর্থনৈতিক মন্দার কারণে নোবেল ফাউন্ডেশনের বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়। ফলে ২০১২ সালে এ পুরস্কারের অর্থমূল্য কমে ৮০ লাখ ক্রৌন হয়ে যায়। কিন্তু ২০১৭ সালে সেটি ফের বেড়ে ৯০ লাখ ক্রৌন হয় এবং চলতি বছর থেকে ফের ১ কোটি ক্রৌন করে পেতে যাচ্ছেন নোবেল বিজয়ীরা।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।