সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ার ও স্থানীয় ডিশ ব্যবসায়ী আলী আহমেদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। এ মামলায় গত সোমবার রাতে কামরাঙ্গীরচর থেকে আলী আহমেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম ইউনিট। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ও একটি পেনড্রাইভ উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার আলী আহমেদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকা মহানগর হাকিম আদালত।
ডিবির সিরিয়াস ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী কমিশনার নাজমুল হক বলেন, ঢাকা টোটাল কেবল নেটওয়ার্কের কাছ থেকে ফিড নিয়ে আলী আহমেদ দীর্ঘদিন ধরে কামরাঙ্গীরচরে ডিশ ব্যবসা করে আসছেন। কিন্তু আলী আহমেদ চুক্তি অনুযায়ী টাকা না দেওয়ায় ঢাকা টোটাল কেবলের এমডি ইউসুফ আলী স্থানীয় সংসদ সদস্য কামরুল ইসলামের কাছে অভিযোগ করেন।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।