তিনদিনের দেশব্যাপী অবরোধের পর আজ সকাল থেকে সারাদেশে বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।
আজ সকাল ৬টায় শুরু হওয়া অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায় ।
সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় যানজট তুলনামূলকভাবে কম থাকে। তবে গত সপ্তাহের তিনদিনের অবরোধের তুলনায় সড়কে বেসরকারি ও গণপরিবহনের সংখ্যা বেশি।
পুলিশও অবস্থান নিয়েছে এবং ঢাকার প্রবেশপথ ও প্রধান সকল স্থানে চেকপোস্ট বসিয়েছে।
সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ পরিবহনকারী যানবাহন অবরোধের আওতার বাইরে থাকবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
