অনুমতি পেয়ে বিএনপি আজ দুপুর ২টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মহাসমাবেশ করবে বিএনপি। অন্যদিকে, দুপুর ২টার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজনে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ সমাবেশ হবে। এ ছাড়াও শাপলা চত্বরে মহাসমাবেশ করার বিষয়ে অনড় জামায়াতে ইসলামী।
এদিকে, যুগপৎ আন্দোলনের শরিকরা জানিয়েছে, দুপুর ২টায় তাদের সমাবেশ শুরু হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতন্ত্র বাম ঐক্য জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর ১২টায় সমাবেশ করবে। গণফোরাম ও পিপলস পার্টির উদ্যোগে মতিঝিলের নটর ডেম কলেজের কাছে গণফোরাম চত্বরে সমাবেশ হবে দুপুর ১২টায়। এলডিপি বিকেল ৩টায় পূর্ব পান্থপথে এফডিসির কাছে দলীয় কার্যালয়ের সামনে, বিকেল ৪টায় লেবার পার্টি পুরানা পল্টন মোড়ে, সকাল ১১টায় গণ অধিকার পরিষদ (নূর) বিজয়নগর পানির ট্যাংকের কাছে, গণ অধিকার পরিষদ (রেজা কিবরিয়া) পুরানা পল্টন কালভার্ট রোডে বিকেল ৩টায় ও এনডিএম মালিবাগ মোড়ে সকাল ১১টায় সমাবেশ করবে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।