আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে। সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।
গতকাল রাজশাহী, পাবনা, রংপুর, নীলফামারী, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘আগামীকাল (আজ) বৃষ্টি কিছুটা বাড়ার সম্ভাবনা আছে। ফলে তাপপ্রবাহও আজ কিছু এলাকা থেকে কমে আসতে পারে। তবে পরের দুই দিন (মঙ্গল ও বুধবার) তা আবার কিছুটা কমে আসতে পারে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুরে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদপ্তরের ৪৪টি স্টেশনের মধ্যে ২০টিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বান্দরবানে ৪২ মিলিমিটার।
আবহাওয়াবিদরা জানান, মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় দেশে বৃষ্টিপাত কমে এসেছে। সেপ্টেম্বর মাসে স্বাভাবিকভাবেই বৃষ্টি ধীরে ধীরে কমতে থাকে। মনোয়ার হোসেন বলেন, ‘আগামী ১৯-২০ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কম-বেশি এ রকমই থাকতে পারে।’