তবে ক্রেতারা বলছেন, বাজারে এমনিতেই সব ধরনের জিনিসপত্রের দাম তাদের নাগালের বাইরে চলে গেছে।
আজ শুক্রবার রাজধানীর রামপুরা, বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুস্বাস্থ্যের জন্য কাজুবাদাম অনেকের কাছেই জনপ্রিয়।
পুষ্টিগুণে ভরপুর খেজুরও ক্রেতারা নাগালের বাইরে চলে যাচ্ছে। আমদানিতে শুল্ক বাড়তে পারে জেনে আমদানিকারকরা ও পাইকারি ব্যবসায়ীরা গত এক মাস আগে থেকেই বাজারে খেজুরের দাম বাড়িয়ে বিক্রি করছেন।
প্রস্তাবিত বাজেট উপস্থাপনের এক সপ্তাহ আগে থেকেই বাজারে কয়েকটি ব্র্যান্ডের সিগারেটের দাম প্রতি শলাকায় ১-২ টাকা বাড়িয়ে বিক্রি হচ্ছে। ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি টাকা খরচ করতে হচ্ছে। বিভিন্ন খুচরা দোকানগুলো ঘুরে দেখা গেছে, প্রতি শলাকা বেনসন সিগারেট দাম বেড়ে ১৮ টাকা হয়েছে। আগে প্রতি শলাকা বেনসন সিগারেটের দাম ছিল ১৬ টাকা। আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে অন্যান্য সিগারেটের দামও বেড়ে বিক্রি হচ্ছে।
বাজেটে বলপয়েন্ট কলম, রান্নায় ব্যবহারে এলপিজি গ্যাসসহ কিছু নিত্যব্যবহার্য পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। যদিও গতকাল বাজার ঘুরে দেখা গেছে এসব পণ্য আগের দামেই এখনো বিক্রি হচ্ছে। তবে শিগগিরই এগুলোর দাম বাড়তে পারে বলে জানান ব্যবসায়ীরা।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবে বিপুলসংখ্যক পণ্য ও সেবার ওপর শুল্ক বসানোর ফলে সেসবের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।