বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি-অপারেশনস) অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ আজ শনিবার ঢাকায় আসছেন। বিশ্বব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভ্যান ট্রটসেনবার্গ তাঁর তিন দিনের সফরে আগামীকাল রবিবার বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারির ৫০ বছর পূর্তি এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অর্জনবিষয়ক এক অনুষ্ঠানে যোগ দেবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারও তাঁর সঙ্গে সফর করবেন।
অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেন, ‘মানব উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু অভিযোজনে সফল উদ্ভাবনের মাধ্যমে সাফল্যের সঙ্গে দারিদ্র্য কমাতে কী করা যেতে পারে, তা বাংলাদেশ বিশ্বকে করে দেখিয়েছে।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাংক বাংলাদেশের সঙ্গে তার ৫০ বছরের অংশীদারি এবং দেশের উল্লেখযোগ্য উন্নয়ন অগ্রযাত্রার অংশ হওয়ার জন্য গর্বিত। আমি এ সফরকালে এসব অর্জন সরাসরি দেখার জন্য উন্মুখ হয়ে আছি।’