দিনাজপুরসহ দেশের ৬ অঞ্চলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে এবং আগামী ২৪ ঘণ্টায় দেশের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য স্থানে হালকা কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘আগামী ২৯ ডিসেম্বর থেকে তাপমাত্রা কমে আসবে। তখন শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর পূর্বাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলে শীতের প্রকোপ বেশি থাকবে। আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া শুষ্ক এবং সোমবার রাতের দিকে তাপমাত্রা ১–২ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।
এদিকে রোববার দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে—৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে—৩০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।