আজ জননেতা পংকজ নাথ (এমপি) এর আমন্ত্রণে হিজলা-মেহেন্দিগঞ্জে সফর করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বরিশালের মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী- এমপি বলেন, সুপরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে নদী ভাঙ্গন রোধ করা হবে। নদী ভাঙ্গনের ফলে প্রতিবছর বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। খুব শিঘ্রই ভাঙ্গন রোধে নদী ড্রেজিং করা হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করেন। সকল ষড়যন্ত্র ভেদ করে মানুষের অধিকার আদায় করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার বিশ্বস্ত ও স্নেহধন্য নেতা বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ (এমপি)। যে নেতা মৃত্যুর মুখে দাঁড়িয়েও বঙ্গবন্ধু ও শেখ হাসিনা’র কথা বলেন, সেই নেতা পংকজ নাথ।
এসময় মন্ত্রী মেহেন্দিগঞ্জ-হিজলা উপজেলার সর্বস্তরের জনগণকে পংকজ নাথ এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
এর আগে নৌপরিবহন প্রতিমন্ত্রী আজ শনিবার দুপুরে হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদী পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ, বরিশাল জেলা প্রশাসক মোঃ অজিয়র রহমান, নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা, হিজলা-মেহেন্দিগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক সময়ের সংবাদ.কম প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।