চাঁদা না দেওয়ায় দুই নবজাতককে ছিনিয়ে নেওয়ার হুমকির অভিযোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন শারমীন (২৩), আলো (২৮), মিম (৩০) এবং রুমা (২৫)।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গতকাল অভিযুক্তরা ওই বাসায় গিয়ে দুটি পরিবারের দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা না দিতে চাইলে তাঁরা নবজাতককে নিয়ে যাওয়ার হুমকি দেন। এক পর্যায়ে পরিবারের একজন তিন হাজার টাকা দেন। কিন্তু চাহিদামতো টাকা না পেয়ে তাঁরা বাড়ির দরজা লাথি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেন।
পরে ভুক্তভোগীরা বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ওই চারজনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ওই তিন হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে।
সূত্র : কালের কন্ঠ